বলিউডে পা রাখছেন মিমি

বিনোদন ডেস্ক: তিনি একসঙ্গে নায়িকা, গায়িকা ও সাংসদ। টালিউডের বক্স অফিসে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। এবার এই অভিনেত্রী টালিউডের গণ্ডি পেরিয়ে যাচ্ছেন বলিউডে। বলছি টালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘পোস্ত’ সিনেমা। এতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা।

এবার এই সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকের নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) মিমি তার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার শুটিং চলাকালীন একটি ছবি শেয়ার করেন। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমার হাত ধরেই হিন্দি সিনেমা জগতে পা রেখেছেন সাংসদ-অভিনেত্রী মিমি।

প্রায় দেড় মাস ধরে মুম্বাই-কলকাতা যাতায়াত চলেছে পরিচালক-প্রযোজক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘পোস্ত’র পরিচালকদ্বয়। উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হলো নতুন হিন্দি সিনেমা।

এ সিনেমায় মিমি ছাড়াও অভিনয় করেছেন বলিউডের বেশ কয়েকজন তা-বড় তা-বড় অভিনেতা। তারা হলেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিত।

সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, “যারা ‘পোস্ত’ দেখেছেন, তারাও এই সিনেমাটি দেখে আনন্দ পাবেন। শুধু পরেশের অভিনয় দেখার জন্য হলেও সিনেমাটি দেখা উচিত। অবিশ্বাস্য অভিনয় করেছেন তিনি। বাকিরাও মঞ্চ এবং পর্দার নামকরা শিল্পী।”

শাহরুখের সঙ্গে থাকতে গিয়ে গর্ভপাত, কাজলকে সবার সামনে চড় মারেন অজয়