কমেন্টে বাংলা ভাষাকে ভালো না বেসে হলে গিয়ে ভালোবাসুন: মিমি

mimi-chakrobarty

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ঝড়’ তোলার পর এবার ভারতে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘তুফান’।

mimi-chakrobarty

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। গতকাল (বৃহস্পতিবার) বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি।

এদিন ঢালিউড খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিমি। সিনেমা সংশ্লিষ্টও বিভিন্ন ব্যাপারে কথা বলেন। এ সময় ট্রোলারদের একহাত নিতেও ছাড়েননি তিনি। কথা বলতে গিয়ে হঠাৎ চটে যান মিমি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মিমি বলেন, প্রোমোশনে একটা হিন্দি কথা বলে থাকি, তাহলে আপনাদের চ্যানেলেরেই নিচে গিয়ে বলবে যে, হ্যাঁ- হিন্দিতে কথা বলছে, হ্যাঁ ইংরেজিতে কথা বলছে। কেন, বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? অথচ তারা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে না। তাদের উদ্দেশে বলব যে, কমেন্টে বাংলা ভাষাকে ভালো না বেসে সিনেমা হলে গিয়ে ভালো বাসুন। তাহলেই সবাই এগিয়ে যেতে পারবে।

টালিউড তারকা বলেন, তারকাদের নানা সময় বিভিন্ন ব্যাপারে কটাক্ষের মুখে পড়তে হয়। কখনো ক্যারিয়ার, কখনো লাইফস্টাইল, ভাষা, ড্রেসআপ এবং কখনো ব্যক্তিগত জীবন নিয়ে।

যারা তারকাদের নিয়ে ট্রোল করেন, তাদেরকে স্পষ্টভাষায় জবাব দিয়ে মিমি বোঝালেন- প্রতিবাদ কমেন্ট বক্সে নয়, বাস্তবে দেখালে তাতে উপকৃত হবে সবাই।