ধর্ম ডেস্ক : মুসলমানদের অন্যতম ইবাদত হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মিনার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এবার ১শ’ ৬০ দেশের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। মুসল্লিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে।
মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করবেন। KSRM
মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন মুসল্লিরা। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন।
১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে মক্কায় ফিরে তাওয়াফ, সায়ি ও মাথা মুণ্ডনের পরই শেষ তবে হজের আনুষ্ঠানিকতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।