জনপ্রিয় ব্র্যান্ড ডিজেআই তাদের সর্বশেষ মডেলের ড্রোন মিনি টু এসই মার্কেট এ রিলিজ করেছে। এ ড্রোনটির ওজন হচ্ছে ২৫০ গ্রাম। বেশ ভালো দামে ড্রোনটি বাজারে বিক্রি করছে ডিজেআই। আজকে এ ডিজেআইয়ের বিখ্যাত তিনটি ড্রোন ডিজেআই মিনি টু এসই, ডিজেআই মিনি এসই ও ডিজেআই মিনি টু এর মধ্যে পার্থক্য বিস্তারিত তুলে ধরা হবে।
ডিজেআই মিনি টু এসই ড্রোন এর দাম ৩৬৯ ডলার। ভারতের মুদ্রায় এটির দাম হয় ৩০ হাজার রুপি। অন্যদিকে ডিজেআই মিনি এসই ড্রোনের দাম ২৯৯ ডলার। ভারতের মুদ্রায় এ এটার দাম হয় ২৪ হাজার রুপি। ডিজেআই মিনি টু ড্রোনের দাম ৪৪৯ ডলার। ভারতের মধ্যে এটার দাম হয় ৩৬ হাজার রুপি।
ডিজেআই মিনি টু এসই ড্রোন এর ম্যাক্স ফ্লাইট টাইম হচ্ছে ৩১ মিনিট। ডিজেআই মিনি টু এর ক্ষেত্রে বিষয়টি একই। অন্যদিকে ডিজেআই মিনি এসই ৩০ মিনিট ধরে আকাশে উড়তে পারে।
সমুদ্র পৃষ্ঠের ৪০০০ মিটার উপরে অবস্থান করতে সক্ষম ডিজেআই মিনি টু এসই এবং মিনি টু ড্রোন। অন্যদিকে মিনি টু ড্রোনটি তিন হাজার মিটার ওপরে অবস্থান করতে পারে।
সর্বোচ্চ ১৬ মিটার পার সেকেন্ড স্পিডে উড়তে পারে মিনি টু এসই ড্রোন। ডিজেআই মিনি টু ড্রোন এর ক্ষেত্রে বিষয়টি একই। অন্যদিকে মিনি এসই ড্রোনটি ১৩ মিটার পার সেকেন্ড স্পিডে উড়তে পারে।
মিনি টু এসই ও মিনি টু ড্রোন দুটি ১০ কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে। অন্যদিকে মিনি এসই ড্রোনটি ৪ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
ডিজেআই নির্মিত তিনটি ডিভাইস এ ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ করা হয়েছে। মিনি টু ড্রোন এর ভিডিও বিটরেট হচ্ছে ১০০ মেগাবাইট পার সেকেন্ডে। মিনি এসি ড্রোন এর ভিডিও বিটরেট হচ্ছে ৪০ মেগাবাইট পার সেকেন্ড। এই তিনটি ড্রোন এর মধ্যে একমাত্র মিনি টু ডিভাইসটি ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিও ধারণ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।