বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের অটোমোবাইল বাজারে সবার প্রথম পছন্দ হয়ে ওঠা মারুতি সুজুকি এখন বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সময়ে সময়ে একাধিক সেগমেন্ট মডেল বাজারে নিয়ে আসে। আগামী ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হতে চলা জাপান মোবিলিটি শো ২০২৩-এ Suzuki eWX ev গাড়িটি উপস্থাপন করতে চলেছে মারুতি কোম্পানি।
এখনও পর্যন্ত নতুন এই গাড়ির দাম সহ ফিচার অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারের পর ভারতেও এই বৈদ্যুতিক গাড়ি চালু করা হবে। সুজুকির নতুন গাড়ি সুজুকি ইডব্লিউএক্স ইভি দেখতে অনেকটা মিনি ওয়াগন আর ইভির মতো।
Suzuki eWX ev একটি ক্রসওভার গাড়ি। ছোটখাটো পরিকাঠামোর মধ্যে তৈরি করা এই গাড়ি দৈর্ঘ্যে ৩৩৯৫ মিমি, প্রস্থ ১৪৮৫ মিমি এবং উচ্চতা ১৬২৯ মিমি এর মধ্যে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িটি দেখতে খুব ছোটো মনে হলেও ভিতর থেকে বেশ ভালই জায়গা থাকবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে প্রচুর ফিচার দেখতে পাওয়া যেতে পারে বিদ্যুৎ চালিত এই গাড়িতে। জাপান এমনিতে প্রযুক্তির ব্যাপারে বেশ উন্নত। তাই প্রযুক্তি সম্পর্কিত কোনো বিষয়ের ক্ষেত্রে জাপানের প্রতি অনেকের আস্থা থাকে একটু বেশি।
বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
এ ছাড়া গাড়িতে দেওয়া হয়েছে সি শেপ লাইটিং ইউনিট, এলইডি লাইট বার ও উইং মিরর। এর ডোর প্যাড ও ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে বিভিন্ন রঙ। গাড়ির অভ্যন্তরটি স্কোয়ার আকৃতির। এতে একটি টু স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।