জুমবাংলা ডেস্ক : টানা দুদিন দরপতনের পর নতুন বছরের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সূচক বৃদ্ধির মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। গত আড়াই বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন আজ।
দিনভর সূচক উঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।
এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে ২০২৩ সালের প্রথম দু’দিন দরপতনের পর আজ ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার।
ডিএসই’র তথ্যমতে, মঙ্গলবার বাজারটিতে ৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬২১টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা।
এর আগে গতকাল লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। তারপরও গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ।
এদিন লেনদেন হওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানি।
অধিকাংশ শেয়ারের দাম কমার দিনেও ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, মুন্নু সিরামিক, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, সী পার্ল, বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ারা গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসেস এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২০পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার।
সিএসই’তে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪১টির ও ১০২টির দাম অপরিবর্তিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।