আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ গ্রিসে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইসরায়েলি মাইনিং মেগনেট (খনি ব্যবসায়ী) বেনি স্টেইনমেৎজ। গ্রেপ্তারের পর তাকে অবশ্য মুক্তিও দেয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে রোমানিয়ার জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সুরাহা না হওয়ায় গ্রিস ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ ও আইনি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যক্তিগত বিমানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর বেনিকে গ্রেপ্তার করে গ্রিক পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রোমানিয়া। সোমবার ৬৮ বছর বয়সী বেনিকে একজন বিচারকের সামনে হাজির করা হয়। তখন বিচারক তাকে মুক্তি দেন। তবে গ্রেপ্তার ও প্রত্যর্পণ নিয়ে আরেকেটি বিচারকাজ চলমান থাকায় জামিনের শর্ত হিসেবে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারক।
এর আগে ২০২২ সালে রোমানিয়ার জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আমলে নিয়ে তার প্রত্যর্পণের বিরুদ্ধে রায় দিয়েছিল একটি গ্রিক আদালত। পরে তাকে ফেরাতে নতুন করে অনুরোধ করে রোমানিয়া।
বেনির আইনজীবী স্তাভ্রোস টোগিয়াস এক বিবৃতিতে বলেছেন, গ্রিস বা অন্য কোনো সম্মানিত দেশের আইনের শাসনের জন্য এটি নজিরবিহীন যে একটি প্রশাসনিক কাজ গ্রিক বিচার বিভাগের সিদ্ধান্তকে বাতিল করতে পারে।
এ ছাড়া বেনির আইনজীবীরা রোমানিয়া কর্তৃপক্ষের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে রোমানিয়ার প্রত্যর্পণের অনুরোধকে অত্যাচারী বলে মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।