জুমবাংলা ডেস্ক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
অ্যাম্বুলেন্সে করে শনিবার রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন।
তিনি জানান, বর্তমানে মন্ত্রীর অবস্থা ভালো। তবু তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্ত্রীর বোন চায়না রহমান জানান, মন্ত্রীকে রংপুর ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হবে।
এর আগে ২৯ এপ্রিল মন্ত্রী ঈদুল ফিতর উদযাপনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলেন।
স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন সেটা ঠিক করেননি, বিব্রত রেলমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।