আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের ইতি ঘটাতে মুসলিম দেশের মন্ত্রীরা চীন যাচ্ছেন বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
তিনি বাহরাইনে মানামা ডায়ালগ ২০২৩ সম্মেলনের সাইডলাইনে ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলের সাথে বৈঠকের পর এই মন্তব্য করেন।
রোববার (১৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসানের লক্ষ্যে সফরের প্রথম ধাপের অংশ হিসেবে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মন্ত্রীরা আগামীকাল চীনে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি ঘোষণায় এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘আমরা প্রথমে চীন যাব। এরপর সেখান থেকে কয়েকটি দেশের রাজধানীতে বার্তা পাঠাব, যেন অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান করা হয়। একইসাথে গাজায় যেন অবিলম্বে মানবিক সহয়তা প্রেরণ করা হয়।’
প্রিন্স ফয়সাল বলেন, ‘আমাদের অবশ্যই এই সঙ্কটের অবসান ঘটাতে হবে এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের অবসান ঘটাতে কাজ করতে হবে।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।