জুমবাংলা ডেস্ক : সরকারিকৃত কলেজের আরো ১৯১ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলার সরকারিকৃত সরদহ মহাবিদ্যালয় ৬২ জন, ভোলার তজুমদ্দিন উপজেলার সরকারিকৃত তজুমদ্দিন ডিগ্রি কলেজের ৩৪ জন, ভোলার রোবহানউদ্দিন উপজেলার সরকারিকৃত আব্দুল জব্বার কলেজের ৪৯ জন, বগুড়ার ধুনট উপজেলার সরকারিকৃত ধুনট ডিগ্রি কলেজের ৪৪ জন ও চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সরকারিকৃত নাচোল কলেজের ২ জন শিক্ষক রয়েছেন।
কলেজ সরকারিকরণের পাঁচ বছর দুই মাস পর তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।