বিনোদন ডেস্ক : ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্যাং কর্তৃক প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে খুন করার ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। যে ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নি এখন ফাঁসির আসামি হয়ে কারাগারে অন্তরীণ।
গুঞ্জন চলছে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘পরাণ’ সিনেমাটি সেই চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। অন্তত সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলার দেখে এমনটাই বলছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। অনেকে বলছেন, মিন্নি চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নয়ন বন্ড চরিত্রে অভিনয় করছেন রিফাত শরীফ। অন্যদিকে নির্ম হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
সিনেমার নির্মাতা রায়হান রাফি বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলছেন না এখনো। সম্প্রতি সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ‘পরাণ’ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের প্রতি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নির চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলেছেন? জবাবে গণমাধ্যমকে মিম বলেন, ‘আমি এখন কিছু বলতে চাই না, মানুষ আগে হলে গিয়ে দেখুক, তারপর তারা মন্তব্য করুক, কোন ঘটনার সাথে মিলে যায়।’
পরাণ সিনেমার চিত্রনাট্যের বিষয়ে মিম বলেন, ‘আসলে সিনেমাটির কাহিনি আমাদের আশপাশে ঘটে যাওয়া সতি ঘটনা থেকে তৈরি। তবে কাউকে উল্লেখ্য করে নয়। আমার যে চরিত্রটি, সেটা দেখলে দর্শকরা বুঝতে পারবেন, আমাদের সমাজেরই কোনো একটা মেয়ের গল্প।
সিনেমায় আমার চরিত্রটির নাম অনন্যা, কলেজ পড়ুয়া ছাত্রী। এ বয়সের মেয়েরা সমাজে কি কি সমস্যায় ভুগে, কি বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকে এসব বিষয় সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। আমার মনে হয়, সিনেমাটি যখন দর্শকরা দেখবেন, তারা তাদের আশপাশে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথেই মিল পাবেন।’
এ চিত্রনায়িকা বলেন, ‘আসলে আমি সিনেমাটি নিয়ে আমি বেশ এক্সাইটেড। কারণ ঈদে সিনেমামুক্তি মানেই বাড়তি আনন্দ। আর ৪ বছর পর আমার কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ২০১৮ সালের ঈদে আমার ছবি এসেছিল, সুলতান। চার বছর পর ২০২২ এ আসছে পরাণ। সিনেমাটি অবশ্য ২০২০ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা আর হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।