বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ময় কী? সময়ও আসলে স্থানের মতো কাল্পনিক বস্তু। যা কোনো ঘটনার ব্যাপ্তী পরিমাপে সহায়ক। স্থানের মতো এক সময় মনে করা হতো গোটা মহাবিশ্ব জুড়ে একটা কমন মহাজাগতিক সময় রয়েছে। ছোটখাট ঘটনাগুলি সেই বিশাল সময়ের একেকটি অংশ।
সময়ের চমকপ্রদ ব্যপারটা হলো, এটা সবসময় সামনের দিকে চলে। আর সময় চলে বলেই বস্তুরা গতিশীল হয়, আর পৃথিবীতে-মহাবিশ্বে নানা ঘটনা ঘটে। ব্যাপারটা উল্টো করেও বলা যায়। বস্তুর গতি পরিমাপ করতে যে সহায়ক ব্যাপারটাকে আমরা কল্পনা করে নিই তাই সময়।
আর এই সময় মহাহজাগতিক সময়ের একটা অংশ। কিন্তু এ সময়ের এই সংজ্ঞাও এখন বদলে গিয়েছে।
সর্বকালের অন্যতম সেরা পদার্থবিদ আইজ্যাক নিউটন মনে করতেন, ঘটনা ঘটুক আর না ঘটুক মহাজাগতিক সময় তার নিজস্ব গতিতে চলছে। তাতে কোনো বস্তু গতিশীল হোক বা না হোক, কোনো ঘটনা ঘটুক আর না ঘটুক, মহাজাগতিক সময়, সবসময় সুষম গতিতে চলমান।
কিন্তু স্থান ও কাল—এই দুটি ক্ষেত্রেই নিউটনীয় ধারণা পুরোপুরি গুড়িয়ে দেন আইনস্টাইন। তিনি দেখান, সময়ে গতি পরম নয়। স্থানও তেমন গোটা মহাশূন্য জুড়ে একটি মাত্র বিশাল জায়গা নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।