বিনোদন ডেস্ক : জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের উপস্থাপক ও আরজে মীর আফসার আলী ঢাকায় এসেছেন। শো’র জন্য এর আগেও বাংলাদেশে এসেছিলেন মীর। তবে এবার তার ঢাকায় আসার কারণটা ভিন্ন; তিনি কোনো শোয়ের জন্য এপার বাংলায় আসেননি, এসেছেন তার ব্যক্তিগত ফুড ভ্লগিং নিয়ে কাজের জন্য।
জানা গেছে, গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেছেন মীর। উদ্দেশ্য ঢাকার বিভিন্ন খাবার নিয়ে ভ্লগ। তার ভ্লগের নাম ‘ফুডকা’। মীরাক্কেলের রসালো কথার মতো, মজাদার খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার অলি-গলি। আজ রোববার তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সেখানে গিয়ে এই সঞ্চালক খেলেন ক্যাম্পাসের বিখ্যাত কাঁচকলা ভর্তা। গাল প্রশস্ত করে চওড়া হাসিও দিলেন। তৃপ্তির ঢেঁকুর আটকে মীর বলেন, ‘বাংলাদেশ থেকে যত ভালোবাসা পাই, অন্য কোথাও পাই না। আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। প্রথমদিন পেটটা একটু অন্যরকম লাগছিল। এখন বেশ সয়ে গেছে।’
কথার ফাঁকে রস ঢালতেও ভোলেননি। বললেন, ‘২০১২-তে ঢাকায় প্রথমবার আসি। তারপর ১০ বছর কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এলাম। ঢাকা ইউনিভার্সিটি চত্বরে ঢুকতে আমার ১০ বছর লেগে গেলো।’
জানা গেছে, ঢাকার বেশ কিছু রেস্তোরাঁতে যাবেন মীর। এ ছাড়াও তৈরি করবেন ইউটিউবে তার জন্য প্রিয় ফুড ভিডিও সিরিজ ‘ফুডকা’। যাবেন ঢাকার বাইরেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।