খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৪৪ রান। দুই রানের জন্য শতক মিস করলেন রিয়াদ।
শারজাহ’তে সৌম্য ও তানজিদ ভালো শুরুই করেছিল। তবে ৫৩ রানের ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তারা দুইজন মিলে গড়েন ১৪৫ রানের জুটি।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মিরাজকে ১১৯ বলে ৬৬ রানে আউট করে এই জুটি ভাঙেন ওমরজাই। তবে একপ্রান্তে চার-ছক্কা পিটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ।
শতকের দুই রান আগে রানআউট হয়ে আউট হন রিয়াদ। ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৭ চার এবং ৩ ছক্কার মার। রিয়াদ এবং মিরাজ ছাড়া সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৪ রান।
আফগানিস্তানের হয়ে ৩৭ রানে ৪ উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং মোহাম্মদ নবি। তৃতীয় ওয়ানডে ও সিরিজ জিততে হলে আফগানিস্তানের দরকার ২৪৫ রান। ওভারপ্রতি তাদের করতে হবে ৪.৯ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।