একমাত্র মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

mirjapur cadet college

জুম-বাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে। এ বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। তারা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের ছাত্র।

mirjapur cadet college

কলেজ সূত্র জানায়, চলতি বছর এই কলেজ থেকে ৫৬ তম ব্যাচের ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাদের প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৪৬ জন গোল্ডেন জিপিএ পেয়েছে।

কদর হারাচ্ছে হস্তীদন্ত শিল্প

কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম, পিএসসি বলেন, সেনা সদরের দিক নির্দেশনা, বিজ্ঞ শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রয়াস, সুশৃঙ্খল পরিবেশ, অভিভাবকবৃন্দের নিয়মিত অনুপ্রেরণা ও ক্যাডেটদের কঠোর অনুশীলনের সমন্বিত রূপায়ণ হচ্ছে এ অনন্য সাফল্য। এ ধারা বজায় রাখতে ভবিষ্যতেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।