জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল সংলগ্ন এলাকার আবাসিক এলাকা থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাপটি উদ্ধার করা হয়।
ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার বলেন, ‘মুঠোফোনে একটি বার্তার মাধ্যমে আমি জানতে পারি, মিরপুরের এক আবাসিক এলাকায় সাপ দেখা গেছে।
দ্রুত সেটা আমি ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানাকে অবহিত করি। তার তত্ত্বাবধানে ও আমার নির্দেশনামতে বন্যপ্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী দল “সোয়ান” (সেভ ওয়াইল্ড লাইফ অ্যাণ্ড নেচার)-এর কয়েকজন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।’
ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু বলেন, ‘প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি একটি পুরুষ বার্মিজ পাইথন।
৫০ বছর বয়সী প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ, ২২ বছরের যুবক গ্রেফতার
সোয়ান টিম সাপটি উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে সাপটিকে আমরা সংরক্ষিত বনাঞ্চলের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।