জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা এতদিন আয়নাঘরের কথা শুনতাম, এই আয়নাঘরসহ জুলাইয়ে আওয়ামী লীগ যে নৃশংসতা চালিয়েছে তা এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনদিনব্যাপী আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না। তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে।
এসময় তিনি আরো বলেন, দেশে তরুণরা সচেষ্ট আছে। তরুণরা সচেষ্ট থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না বলেও উল্লেখ করেন তিনি।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।