Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home সা..ম্প্রতিক অস্থিতিশীলতা বি..ভাজন উ..স্কে দেওয়ার চক্রান্ত : ফখরুল
রাজনীতি

সা..ম্প্রতিক অস্থিতিশীলতা বি..ভাজন উ..স্কে দেওয়ার চক্রান্ত : ফখরুল

Shamim RezaNovember 27, 20244 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চিকিৎসক সংগঠন ড্যাবের আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Fakhrul

সাম্প্রতিক অস্থিতিশীল ঘটনাগুলোকে ‘বিভাজন উস্কে দেওয়ার চক্রান্ত’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘কিছু মানুষ যারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন, তারা জাতিকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। তারা আমাদের শত্রু না মিত্র, সেটা বুঝতে হবে।’’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাবের উদ্যোগে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহিদ ডা. শামসুল আলমের স্মরণে এই আলোচনা সভা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “তিনটা মাসও হয়নি এখনও… এই তিনটা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে… এগুলো চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি…. হয় না। আমার নিজের ঘরেই যদি সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, এটা কখনোই ঠিক করতে পারব না।

“এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, ভয়াবহভাবে উদ্বিগ্ন…. আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কী উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে… আপনি চিন্তা করতে পারেন যে, মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা এতোদিন লড়াই করলাম তার অফিস পুঁড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি দেখতে চাই না। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টারসহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোতে যে আক্রমণ শুরু হয়েছে- তার তীব্র নিন্দা জানাই।”

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তির পোস্টের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “কী উন্মাদনা! যখন দেখি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও… আতঙ্কিত হয়ে পড়ি। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে….. আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না… বুঝলে আজকের এই সমস্ত দায়িত্বহীন, ইরেস্পন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরুত না।

“দুর্ভাগ্য আমাদের! কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা গভীরভাবে চিন্তা করবেন… আমি কারও নাম বলব না, বলতে চাই না, তবে আপনারা (চিকিৎসক) সমাজের শিক্ষিত মানুষ গভীরভাবে ঠাণ্ডা মাথায় চিন্তা করবেন যে, আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনিশ্চয়তার দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র… এই জিনিসগুলো বুঝতে হবে।”

‘বিভাজন ছেড়ে এক হতে হবে’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা জীবনের শেষ অংশে চলে আসছি, আমরা… আমরা একেবারে জীবন সায়াহ্নে। সায়াহ্নে এসে আপনাদের বলতে চাই, যদি আপনারা দেশকে রক্ষা করতে চান, আপনারা স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। বিভাজনের কাছে আপনারা কখনও মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না।

“আসুন আমরা ডা. মিলন যে কারণে প্রাণ দিয়েছেন, তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জন্য প্রাণ দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে কারণে ৬ বছর ধরে তিলে তিলে ভুগেছেন কারাগারের অন্ধকারে… এটা গণতান্ত্রিক বাংলাদেশ, তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটাচ্ছেন. তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেই গণতন্ত্র, গণতন্ত্র ও গণতন্ত্রকেই প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি।”

‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ’

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কারও দয়ার দান নয়… দয়া করে করেনি এটাকে। এটাকে এদেশের ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার তৈরি করা হয়েছে। সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এদেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি।

“আরেকটা কথা পরিস্কার করে বলতে চাই, যারা অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনও কথা বলবেন না দয়া করে, তা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।”

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে চিকিৎসক সংগঠন ড্যাবের উদ্যোগে এই আলোচনা সভায় স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক আলোচনায় আসে।

১৯৯০ সালের এই দিনে গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর বিএনপিসহ বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহিদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. শামসুল আলম স্মৃতি সৌধে নব্বইয়ের ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ নব্বইয়ের ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পুস্পমাল্য অর্পন করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকরাও মিলনের স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করে।

গভীর রাতে দেখুন এই সাহসী ওয়েব সিরিজ, পাবেন ভরপুর মজা

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক একেএম আজিজুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম, সিনিয়র নেতা আবদুস সেলিম, মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, জহিরুল ইসলাম শাকিল, শহিদুর রহমান, শহীদুল আলম, সিরাজুল ইসলাম, মোস্তাক রহিম স্বপন ও মেহেদী হাসান বক্তব্য রাখেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অস্থিতিশীলতা উ..স্কে চক্রান্ত, দেওয়ার ফখরুল বি..ভাজন রাজনীতি সা..ম্প্রতিক
Related Posts
হাসান সারওয়ার্দীকে এলডিপি

বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য: হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

December 20, 2025
Fakhrul

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের : মির্জা ফখরুল

December 20, 2025
বিএনপি

ফখরুল-রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

December 20, 2025
Latest News
হাসান সারওয়ার্দীকে এলডিপি

বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য: হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

Fakhrul

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের : মির্জা ফখরুল

বিএনপি

ফখরুল-রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

Tarique Rahman

ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান

সংসদ নির্বাচন

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

বিএনপি

বিএনপির সব কর্মসূচি স্থগিত ঘোষণা, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক

Bangladesh Nationalist Party

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

মাহদী আমিন

হাদিকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা: মাহদী আমিন

শরিফ ওসমান বিন হাদি

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল, শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত

Hannan Masud

হান্নান মাসউদকে হত্যার হুমকি, থানায় জিডি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.