আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে মুখ খুললেন ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Mirza Fakhrul Islam Alamgir

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্বেতপত্র ও অতঃপর’ শীর্ষক সিম্পোজিয়ামে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, এ বিষয়ে বিএনপি কিছু বলবে না।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মর্যাদা সমুন্নত রেখে সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনেরও ঘোষণা দিতে হবে।

দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না।

Oppo Reno 14 Pro: 400MP ক্যামেরার সঙ্গে নিয়ে অপোর নতুন চমক

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, তা আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলেও জানান তিনি।