স্বাধীনতাবিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল, তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে এ কথা বলেন বিএনপির মহাসচিব।
এর আগে মুক্তিযুদ্ধের জেডফোর্সের অধিনায়ক বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে।পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন মির্জা ফখরুল।। এরপর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল সতর্ক করে বলেন, একাত্তরে যারা স্বাধীনতার বিরোধী ছিল, তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।। তবে স্বাধীনতাবিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
এ সময় বিএনপির মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নেতা খায়রুল খোকন, আব্দুস সালাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



