জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে পাসের হার শতভাগ জিপিএ-৫। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কলেজ থেকে ৪৭ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বরাবরের মতো এবারও মির্জাপুর ক্যাডেট কলেজ ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে।
এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা। গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল।
ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, উপাধাক্ষ্য মো. কামরুজ্জামান ও অ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।