কৃষকের ২৫০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা? এক কৃষকের প্রায় ২ বিঘা জমির ২৫০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার খদ্দ খালিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইরান হোসেনের ছেলে কালাম হোসেন আবুল কালাম আজাদের জমি বর্গা নিয়ে ২ বিঘা জমিতে বাইশে কলার চাষ করেছে। রাতে যেকোন সময় ফলন্ত কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এতে প্রায় দেড় থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চাষি কালাম হোসেন বলেন, সে একই গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে জমি লিজ নিয়েছিলাম। জমির মালিকের সঙ্গে জীবনগর থানার মারুফদা গ্রামের আহাদ আলী মণ্ডলের ছেলে সারদ ও ফেলা মণ্ডলের ছেলে রফিকুলের দ্বন্দ্ব রয়েছে। তারাই এই ঘটনা ঘটাতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে। এই বিষয়ে ৩/৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।