বিনোদন ডেস্ক : ঈদ উৎসবে নাটকের ব্যস্ততা শেষ করে লন্ডনে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। টিএন্ডটি কনসালটেন্সি আয়োজিত ‘ঈদ মেলা’ অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেশটিতে হাজির হন। দেশটির মাইল এন্ড স্টেডিয়ামে গত ৯ জুলাই পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক মাতান এ তারকা।
লন্ডনের শো শেষ করে তিনি এখন অবস্থান করছেন কানাডাতে। ঢাকা ক্লাব ভ্যানকুভারের আয়োজনে দেশটিতে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শীর্ষক আরও চারটি শো করবেন বলে জানান এ অভিনেতা। আগামী ২৩ জুলাই ভ্যানকুভার, ২৯ জুলাই সাসকাটুন, ৩০ জুলাই ক্যালগ্যারি ও ৫ আগস্ট টরন্টোতে স্টেজ মাতাবেন মিশু সাব্বির। শো-গুলোতে মিশু সাব্বির ছাড়াও আরও থাকবেন ডিজে রাহাত, বেবি নাজনীন, পিন্টু ঘোষ, পারভেজ সাজ্জাদ, ডি রকস্টার শুভ প্রমুখ।
দেশের বাইরে এর আগে শো উপস্থাপনা করলেও এবারের মত এত বিশাল আয়োজনে এবং এত বেশি দর্শকের সমাগম হয়নি বলে মন্তব্য করেন মিশু।
তিনি জানান, এর আগেও অনেকবার দেশের বাইরে শো করেছি কিন্তু একসঙ্গে এত বেশি দর্শক দেখিনি। এত দর্শকের সামনে শো উপস্থাপন করতে পেরে অনেক ভালো লেগেছে। লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে হাজারো দর্শকের সঙ্গে মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম
মিশু সাব্বির বলেন, ‘এবার ঈদের পরপরই দেশের বাইরে চলে এসেছি শো করতে। লন্ডনে একটা শো করেছি যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক ছিল। এত বেশি দর্শক এর আগে পাইনি। খুবই উপভোগ্য ছিল পুরোটা অনুষ্ঠান।
এখন কানাডাতে রয়েছি, এখানে কয়েকটা ভেন্যুতে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ এর বেশ কয়েকটা শো করবো। একই আয়োজনে পাঁচ বছর আগে এখানে শো করেছিলাম। আবার এসেছি। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শীর্ষক এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। এই আয়োজনটা মূলত মুজিব শতবর্ষের পূর্তি উপলক্ষে, বাংলাদেশি কমিউনিটিদের জন্য। এখানে যারা প্রবাসী বাঙালি রয়েছেন তাদের জন্যই এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করা, তাও আবার বিদেশের মাটিতে। এটা অনেক বড় একটা অর্জন। একইসাথে গর্বের যে, আমি এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। বাংলাদেশকে পৃথিবীর বুকে উপস্থাপন করাটা একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি।’
সহসাই দেশে ফিরছেন না মিশু সাব্বির। কানাডার শো শেষে এর বাইরে আরও কিছু শো-তে অংশ নেবেন বলেও জানান তিনি। ঢাকা ক্লাব ভ্যানকুভারের সঙ্গে জড়িত থেকে শো অর্গানাইজার হিসেবেও সেখানে কাজ করবেন তিনি। এর ফাঁকে দেশটিতে কয়েকটি নাটকের শুটিং করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।