আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় দৃর্বত্তদের গুলিতে আব্দুল আহাদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামের বাসিন্দা।
গত রবিবার রাত ১০টা ৩০ মিনিটে ঘটে যাওয়া এই ঘটনায় আরও তিনজন আহত হন বলে জানিয়েছে ডেট্রয়েট পুলিশ।
জানা গেছে, পূর্বের একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা হয়। ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।