বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের মঞ্চে শেষবার হাঁটতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন হরনাজ সান্ধু। ২০২১ সালে মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছিলেন তিনি। ৭১তম মিস ইউনিভার্সের মঞ্চে উপস্থিত হয়ে সেই ক্রাউন পরিয়ে দিলেন আর’বনি গ্যাব্রিয়েলের মাথায়। ১৪ জানুয়ারি নিউ অরল্যানসে অনুষ্ঠিত ওই বিউটি পেজেন্টে ‘ফাইনাল ওয়াক’-এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল হরনাজকে। তাঁর নাম ঘোষণা হওয়ার পর ফ্লাইং কিস ছুড়তে ছুড়তে মঞ্চে আসেন তিনি। সঞ্চালকের হাত ধরেন। এরপরেই শুরু করেন ওয়াক। দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন। নমস্কার করেন উপস্থিত সকলকে। প্রথমে হাঁটতে হাঁটতে কেঁদে ফেলেন প্রাক্তন মিস ইউনিভার্স। আরও একটু এগোনোর সময় হিল স্লিপ করে তাঁর। নিজেকে সামলে নেন সেকেন্ডের মধ্যে। তারপর কনফিডেন্ট কায়দায় হেঁটে ফেরত চলে যান। এদিন হরনাজের পরনে ছিল কালো রঙের দুর্দান্ত গাউন। বলাবাহুল্য, দেখতে বেশ ভালো লাগছিল তাঁকে।
তবে মিস ইউনিভার্সের মঞ্চে ২২ বছরের হরনাজের ওই ‘উপস মোমেন্ট’ দেখে চমকে উঠেছিলেন অনেকেই। যার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আসলে চোখে জল এসে যাওয়ার দরুন টাল সামলাতে পারেননি তিনি। আর তাই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বিষয়টি অনেকেই বুঝেছেন। কিন্তু, নিন্দুকেরা হরনাজকে ট্রোল করতে শুরু করেছেন। ৭০তম মিস ইউনিভার্সের ক্রাউন জিতে ভারতকে গর্বিত করেছিলেন তিনি। বলেছিলেন, “২১ বছর পর ভারতে ফিরেছে মিস ইউনিভার্সের মুকুট। দীর্ঘ অপেক্ষা করেছিলাম আমরা। তবে এই ক্রাউন জেতার অনুভূতি অনন্য।”
দেশকে গর্বিত করেও কিন্তু বারবার ট্রোলের শিকার হয়েছেন হরনাজ। যেখানে ফ্যাশন ডিজাইনাররা প্লাস সাইজ মডেলদের প্রাধান্য দিয়ে বডি পজিটিভিটির বার্তা দিচ্ছে, সেখানে মিস ইউনিভার্স হয়েও স্থূলতা নিয়ে খোঁচা দেওয়া হয়েছে তাঁকে। এমনকী এদিন পা স্লিপ করার পরেও অনেকে তাঁর দেহের গঠন নিয়ে কটাক্ষ করেছেন। তবে সমালোচকদের নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ হরনাজ। অতীতে বলেছিলেন, “আজ লোকে বলছে আমি মোটা। অথচ একসময় খুব রোগা হওয়ায় আমাকে কটাক্ষ করা হয়েছে।”
Hold back tears as @HarnaazKaur takes the stage one last time as Miss Universe! #MISSUNIVERSE pic.twitter.com/L0PrH0rzYw
— Miss Universe (@MissUniverse) January 15, 2023
হরনাজ জানিয়েছিলেন, তিনি সেলিয়াক ডিজিজে আক্রান্ত। খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে তাঁর। ফলে মাঝেমধ্যে তিনি খুব রোগা হয়ে যান। আবার কখনও ওয়েট গেইন করেন। তাঁর আফসোস, “বডি পজিটিভিটিতে বিশ্বাস করি আমি। মিস ইউনিভার্স হয়েছিলাম। ওই মঞ্চে প্ল্যাটফর্মে আমরা নারীর ক্ষমতায়ন, নারীবাদ এবং বডি পজিটিভিটিকে প্রাধান্য দেওয়া হয়। দুঃখের বিষয়, তবু আমাকে নিয়ে কিছুজন মজা করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।