বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ঘিরে মাঝে মধ্যেই বিভিন্ন সেলিব্রেটিদের শৈশব কালের ছবি ভাইরাল হতে দেখা যায়। ছবি প্রকাশের পর তা ক্রমশ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। তবে অনেক সময় ভক্তরা শৈশব কালের ছবি দেখে অভিনেত্রী বা অভিনেতাদের চিনে উঠতে পারেন না। সম্প্রতি এমনই এক শিশুর ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, যে শিশুটি স্টার পরিবারের সন্তান। চলুন জেনে নিন শিশুটির আসল পরিচয়।
ভাইরাল হওয়া ফটোতে যে শান্ত মেয়েটিকে দেখা যাচ্ছে, সেটি কোনো সাধারণ মেয়ে নয়। মিষ্টি দেখতে মেয়েটি জনপ্রিয় বলিউড স্টার কিডস। তাঁর পরিচয় জানলে আপনিও অবাক হবে। মেয়েটি আর কেও নন, বিগ-বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একমাত্র আদরের নাতনি। অন্যদিকে মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা, যাঁর নাম আরাধ্যা। এখন নিশ্চই বুঝতে পেরেছেন কেন মেয়েটি এত স্পেশাল! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাঁর ছোট বেলার ছবিটি প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেট। অনেকে ছবিটি পছন্দ করে নানা মন্তব্য করেছেন।
বলিউডের তারকা দম্পত্তি ও বচ্চন পরিবারের সদস্য অভিষক-ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন। এখন থেকে মাকে অনুকরণ করছেন ছোট্ট আরাধ্যা। যার প্রমান বহু বার মিলিয়ে। আরাধ্যা মাকেই নিজের আইডল মনে করেন। প্রায়শই তাঁকে বাবা মায়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টে দেখা যায়। খুব মিষ্টি দেখতে আরাধ্যাকে, যে কারণে এখন থেকেই তাঁর ফ্যান ফলোয়িং রয়েছে।
সোশ্যাল মিডিয়া ঘিরে মাঝে মধ্যেই বাবা মায়ের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও প্রকাশ পায় এবং সঙ্গে সঙ্গে তা ইন্টারনেট ছড়িয়ে পড়ে। সম্প্রতি রক্ষাবন্ধন উদযাপন করলেন বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য আরাধ্যা বচ্চন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে ছড়িয়ে পড়েছিল। এই ছবিতে দেখা যাচ্ছে দাদা অগস্ত্য নন্দার হাতে রাখি বেঁধে দিচ্ছেন ছোট্ট আরাধ্যা। প্রসঙ্গত জানিয়ে রাখি, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একমাত্র কন্যা শ্বেতা নন্দার পুত্র হলেন অগস্ত্য নন্দ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.