মিসেস আর্থ মুকুট জিতলেন দুবাইয়ের দেবাঞ্জলি

দেবাঞ্জলি

বিনোদন ডেস্ক : পরিবেশ-কেন্দ্রিক সুন্দরী প্রতিযোগিতায় ৪৫ জনকে পেছনে ফেলে মিসেস আর্থ মুকুট শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী মডেল দেবাঞ্জলি কামস্ত্রা। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দা।

দেবাঞ্জলি

দেবাঞ্জলি কামস্ত্রা প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো দেশটির প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন স্থপতি। দশ বছর আগে দুবাইতে প্রথম ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা শুরু করেন।

এ বছরের শুরুর দিকে কামস্ট্রা- মিসেস ইউএই ও মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে ভাগ্য তার সহায় হয়নি। অল্পের জন্য হাতছাড়া হয় সেরার মুকুট। তবে মিসেস আমেরিকা, শ্যালিন ফোর্ড, লোভনীয় মুকুট জিতে নিয়েছিলেন তিনি।

লেবু দিয়েই চার্জ করা যাবে মোবাইল, ভাইরাল ভিডিও

বিজয়ী হওয়ার পর কামস্ট্রা জানিয়েছেন, এর আগে পুরস্কার জেতার ব্যর্থতা তাকে আবার চেষ্টা করতে উৎসাহ দিয়েছে। ব্যর্থতাগুলো পুরস্কার জেতার ইচ্ছেটা আরও বাড়িয়ে দিয়েছিল। সেই অতীতের প্রতিযোগিতার অভিজ্ঞতা এবার ব্যাপকভাবে সাহায্য করেছিল।