আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সৈন্য আহত হয়েছে। দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘাঁটিটি লক্ষ্য করে শনিবার কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি প্রতিরোধ করা হলেও কয়েকটি আঘাত হানে।
দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, হামলায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে, তা তারা জানাননি।
গত ৭ অক্টোবরের পর ইরাকে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটিতে এ নিয়ে দুবার হামলা হলো। গাজা যুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা প্রথম হামলা চালায়। এরপর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অন্তত ১৪০ বার আক্রান্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আরো শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বেশি ব্যবহৃত হয়েছে।
সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক। শনিবার তারা এক বিবৃতিতে এই অঞ্চলের দখলদার আমেরিকানদের প্রতিরোধ করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতির কথা জানায় গ্রুপটি। তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘জায়নবাদীদের’ হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করে।
সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।