আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি পানি শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র, গ্যাসক্ষেত্র ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর এলএনজিক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় হুথিরা।
রবিবার (২০ মার্চ) ভোরে চালানো এই হামলায় কোনো কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি জোট। তবে হামলায় বেসামরিক গাড়ি ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাত দিয়ে সৌদি জোট জানিয়েছে, তাদের অঞ্চলে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে।
একের পর এক নিষেধাজ্ঞার মাঝে চীন রাশিয়াকে যেসব সহায়তা দিতে পারে
এদিকে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের গভীরে একটি বিস্তৃত ও বৃহৎ সামরিক অভিযান শুরু করেছে হুথি গোষ্ঠী। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।