বিনোদন ডেস্ক : শোবিজে একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। গান থেকে টিভি-পর্দায় একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় তাদের একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি।
সম্প্রতি প্রথমবারের মতো ওটিটিতে দেখা যায় জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে। সেখানে পর্দা ভাগাভাগি করেন প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’র ট্রেলার প্রকাশ উপলক্ষে গত ১১ জুন একটি সংবাদ সম্মেলনে পাশাপাশি দেখা যায় তাদের।
দীর্ঘ বিরতির পর তাহসানের সঙ্গে অভিনয় করায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে মিথিলাকে। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি সামনে আনলেন অভিনেত্রী। জানালেন, ‘টাকার জন্য মিথিলা-তাহসান একসঙ্গে কাজ করল, অথচ বাচ্চার জন্য একসঙ্গে থাকতে পারল না’—এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।
তাহসানের সঙ্গে কাজের বিষয়ে মিথিলা বলেন, ‘২০১৬-এর পরে আমরা আর কাজ করিনি। ২০১৭ সালে আমাদের বিবাহবিচ্ছেদ হয়। এত বছর বাদে কাজ করলাম, লোকে আবার অনেক কথা বলতে শুরু করল।’
কী কথা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘কী আর? টাকার জন্য মিথিলা-তাহসান একসঙ্গে কাজ করল, অথচ বাচ্চার জন্য একসঙ্গে থাকতে পারল না! লোকে তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা। আমরা খুব ভালো আছি।’
তাহসানের সঙ্গে প্রতিদিন কথা হয় জানিয়ে মিথিলা বলেন, ‘২০১৬-এর পরে ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হলো—এটা তো নয়, আমাদের তো প্রতিদিন কথা হয়। ব্যাপারটা ও রকম নয় যে বহু বছর পরে দুজনের দেখা।’
পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার করা মিথিলা বলেন, ‘সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান ১৪ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দুজনের কাছে সবচেয়ে আগে।’
সৃজিত সবকিছু জেনেই বিয়ে করেছে জানিয়ে মিথিলা বলেন, ‘ও সবটাই জানত। বাংলাদেশে গিয়েছে, আমার পরিবারকে দেখেছে। তাহসানের সঙ্গে আমার সম্পর্ক দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, সৃজিত আমার সব কিছু জেনেই আমাকে গ্রহণ করেছে। আয়রার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ও সৃজিতকে ‘আব্বু’ ডাকে।’
মেয়ে তাহসানকে কী বলে ডাকে—এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘বাবা। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আমি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।