বিনোদন ডেস্ক : ইতোমধ্যে কলকাতারা ‘মায়া’, ‘মেঘলা’, ‘হেমলাট- দ্য প্রিন্স অব গরানহাটা’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন এবং করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে আরও একটি সুখবর মিথিলার টালিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের খবর, সম্প্রতি টালিউডের অন্দর থেকে জানা গেছে, পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে যাচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। যার নাম ‘ও অভাগী’। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে মিথিলাকে। এছাড়াও থাকছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে নির্মাতা অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘শরৎচন্দ্রের লেখাকে বরাবরই সিনেম্যাটিক মনে হয় আমার কাছে। তবে এই গল্পটাকে আমি ষাট-সত্তর দশকের পটভূমিতে নিয়ে এসেছি আমি। সেই সঙ্গে কিছু নতুন চরিত্রও যুক্ত করেছি।’
তিনি জানান, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক। ইতোমধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার সংক্ষিপ্ত মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’
স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel