নতুন সিনেমায় কার সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা

mithila

বিনোদন ডেস্ক : নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একের পর এক সিনেমায় হাজির হয়ে প্রশংসিত হচ্ছেন তিনি। গেল বছরে ‘মায়া’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক ঘটে তার। এরপর কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ও অভাগী’। এরমধ্যেই এল নতুন সিনেমার খবর।

mithila

এক টিজার প্রকাশের মধ্য দিয়ে নতুন এই সিনেমার খবর প্রকাশিত হয়। দুলাল দে পরিচালিত এই ছবিটির নাম ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। গোয়েন্দা ভিত্তিক এই সিনেমাতে মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে আর এখানে তার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জিতু কমলকে। এই জুটির এটাই প্রথম কাজ।

চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন পরিচালক। তিনি বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি।

ভাবনাকে ইঙ্গিত করে অঞ্জনার পোস্ট

পরিচালক জানান, সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে। এই সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। এখানে আরও অভিনয় করতে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে।

জানা গেছে, আগামী জুলাই মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।