বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি পোস্টার।
মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। ফের পোশাক নিয়ে নোংরা মন্তব্যের কবলে এই অভিনেত্রী।
মঙ্গলবার (১২ এপ্রিল) মিথিলা তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত, এগুলো ফটোশুটের ছবি। কলকাতার সানন্দা ম্যাগাজিনের জন্য করেছেন তিনি। এসব ছবিতে আবেদনময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন মিথিলা। তবে নেটিজেনরা এসব ছবি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। যদিও আপত্তির কোনো কারণ তারা ব্যাখ্যা করেননি। কিন্তু নোংরা ভাষায় মন্তব্য করছেন।
শান্ত শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘মানবতার দেওয়াল থেকে তাকে একটা লুঙ্গি দেওয়া হোক।’ রাকিবুল হাসান লিখেন, ‘শেষ বয়েসেও এসব পোশাক পরতে হয়!’ হাবিব রেহমান লেখেছেন, ‘কাপড় মাত্র হাঁটুর উপর অবদি উঠেছে। চিন্তার কিছু নেই খুব শিগগির আমরা উনাকে বিকিনেতে দেখতে পাবো।’ কেউ কেউ তাকে সানি লিওনের প্রো ম্যাক্স বলেও মন্তব্য করেছেন।
তা ছাড়া অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। তবে বরাবরের মতো এবারো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.