বিনোদন ডেস্ক : সেই যুগের “সোনার কেল্লা”ই হোক কিংবা এই যুগের “হামি”- টলিপাড়ায় শিশুশিল্পীরা বরাবরই নায়ক-নায়িকাদের মতোই গুরুত্ব পেয়ে থাকেন বিনোদনক্ষেত্রে
যে কোন ছবিতে যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয় শিশুশিল্পীদের রোল আর এমনই এক শিশু শিল্পী হলেন ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তী পরিচালিত “রাজু আঙ্কেল” সিনেমার সেই বাচ্চা ছেলেটি। মনে পড়ছে তাকে? আর্লি টোয়েন্টিজের বাংলা সিনেমায় শিশুশিল্পী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল সে।
২০০৩ সালে “নাটের গুরু” সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে জিৎ কোয়েলের “বন্ধন” সিনেমায় কাজ করেছিলেন তিনি। এতক্ষণে বুঝতে বুঝতে পেরে গিয়েছেন কোন শিশু শিল্পীর ব্যাপারে কথা হচ্ছে? হ্যাঁ,ঠিকই ধরেছেন কথা হচ্ছে অংশু বাচকে নিয়ে। তবে, অবাক করা ব্যাপার হল ছোট্ট সেই শিশু শিল্পী আজ আর ছোট্টটি নেই! হয়ে উঠেছে ২৭ বছরের যুবক।
১৯৯৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অংশু। পরবর্তীতে ক্লাস টেন অব্দি একের পর এক মিঠুন, জিৎ, প্রসেনজিৎসহ একাধিক নেতা অভিনেতাদের মুভিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন তিনি। অতঃপর ৬ বছর বিরতি নিয়ে স্নাতক শেষ করে ফের কামব্যাক করেন গ্ল্যামার জগতে। তবে এইবার শিশুশিল্পী হিসেবে নয় বরং একজন অভিনেতা হিসেবেই! প্রিয়মের সাথে “মনসুন মেলডিজ” অন্যদিকে ২০১৭ সালের “টেককেয়ার” নামক একটি শর্টফিল্মে কাজ করে ইউটিউব এ ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
তবে শুধু একজন অভিনেতা হিসেবেই নয় একজন খলনায়ক হিসেবেও বিখ্যাত সিরিয়াল “কে আপন কে পর” এ দেখা গিয়েছিল তাকে। তবে অংশু বাচের কথায়,ছোটবেলায় স্ট্রাগল কি জিনিস বোঝেননি তিনি। তবে বর্তমানে কম্পিটিশন এতটাই বেড়ে গিয়েছে যে টলিপাড়ায় নিজের জায়গা পাকাপোক্ত করতে যথেষ্ট কাল ঘাম ফেলতে হচ্ছে তাকে। তবে নেপোটিজম জিনিসটি ঠিক কি? তার টলিপাড়ায় অস্তিত্ত্ব তিনি উপলব্ধি করেনি কখনোই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।