বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউড কিংবা টালিউড, দুই জগতেই তার খ্যাতি মহাগুরু হিসেবে। চলচ্চিত্রের সেই রুপালি পর্দা থেকে ৪৮ বছরের ক্যারিয়ারে হিন্দি ও বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য মাত্রায়। হোক অ্যাকশন কিংবা কমেডি, এই দুই ঘরানার সিনেমাপ্রেমীদের মনে মিঠুনের জন্যে রয়েছে আলাদা জায়গা।
১৬ জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন। এই বিশেষ দিনটিকে ঘিরে কিছু কৌতূহলী মানুষ অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে জানার চেষ্টা করেছে। জানা গেছে, নিজের জন্মদিন সাধারণ দিনের মতই পালন করেন মিঠুন। শুধু তাই নয়, এই অভিনেতা বাঙালি খাবার ছাড়া অন্য কোনো খাবার খান না।
ভারতীয় গণমাধ্যমের খবর, জন্মদিনের দিন মিঠুন বেঙ্গালুরুতে রয়েছেন বলে এক সূত্র জানিয়েছে। সেখানে তার একটি হোটেল নির্মাণাধীন। সেই কাজ দেখতেই মিঠুন সেখানে গেছেন। কিন্তু তার খাদ্যাভাসে কোনো পরিবর্তন আনেননি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, শ্যুটিং বা যেকোনো কাজেই তিনি বাংলার বাইরে গেলে সেই বাঙালি খাবারই খোঁজেন এই অভিনেতা। এমনকি নিজের জন্মদিনেও আলাদা করে কিছু খান না মহাগুরু। বাঙালি খাবারের মধ্যে মিঠুন সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন বিউলির ডাল, আলু পোস্ত ও কাতলা মাছের ঝোল।
ওই সূত্র আরও জানিয়েছে, নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন না মিঠুন চক্রবর্তী। কখনও কেক কাটা হয় না এই অভিনেতার জন্মদিনে। এমনকি, মিঠুনের ছেলে-স্ত্রী-পুত্রবধূ, কেউই তার জন্মদিন কেক কেটে উদ্যাপন করে না।
সম্প্রতি হৃদ্রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মিঠুন চক্রবর্তী। তাতে আগের চেয়ে অনেকটাই ডায়েট মেনে চলতে হয় এই অভিনেতাকে। তারপর থেকে নিজের খাওয়া-দাওয়া নিয়ে অনেকটাই নাকি সচেতন হয়েছেন। ডায়েটে ব্যালেন্স রেখে চলছেন । বাংলার রসগোল্লা খেতে নাকি বেশ পছন্দ করেন মিঠুন। কিন্তু ইচ্ছে থাকলেও ডায়েটে থাকায় খেতে পারেন না এই অভিনেতা।
পশ্চিমবঙ্গের কলকাতার গোয়াবাগান এলাকায় মিঠুন চক্রবর্তীর বাড়ি। ক্যারিয়ার গড়তে বাংলা থেকে ছুটে গিয়েছিলেন সুদূর মুম্বাই। তারপর অভিনেতা হিসেবে নিজের জায়গা খুঁজতে থাকেন। চালাতে থাকেন লড়াই। সেই যুদ্ধে জয় পেয়ে মহাগুরুর স্থান পেয়েছেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।