বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা তমা মির্জা দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে । তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের দাম্পত্য কলহের সঙ্গে জড়ারো হচ্ছে তার নাম। রাজ-পরীর মারামারি থামাতে গিয়েই নাকি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তমা। কিন্তু এমন গুঞ্জন অস্বীকার করেছেন এ তমা। তিনি জানিয়েছেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরীও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। এর বেশি কিছু জানেন না তমা। কিন্তু কিছু লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সুস্থ হয়ে ব্যবস্থা নেবেন তমা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় একই সময়ে চিকিৎসা নেন নায়িকা তমা মির্জা, পরীমণি ও শরিফুল রাজ। এর আগে পরীমণি ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান তিনি হাসপাতালে। ছবিতে দেখা গেছে দুটি হাত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এখনের পরী বলতে পরীমণি আর তমা বলতে তমা মির্জাকে বুঝে নিয়েছেন ভক্তরা। সব মিলিয়ে জোর গুঞ্জন উঠেছিল পরী ও রাজের মারামারি থামাতে গিয়েই আহত হয়েছেন তমা।
তমা মির্জা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও ছিলেন না নায়িকা তমা।
‘আমরা পরীতমা’ শিরোনামের ছবির বিষয়ে তমা জানান, সেদিন রাতে পরী ওই ছবি ফেসবুকে পোস্ট না করলে, তাকে ‘মার খাওয়া’র গল্পটা শুনতে হতো না। পরীমণি এটা ঠিক করেননি বলে অভিমত দিয়েছেন তমা।
এর আগে তার ও পরীমণির একসঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে তমা বলেন, ১৮ আগস্ট সন্ধ্যার পর জ্বরের অবস্থা খারাপ হওয়ায় আমি ১০টার দিকে হাসপাতালে যাই। ভর্তি হই। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। সবাই জানেন, আমার অ্যাজমাটিক প্রবলেম রয়েছে। কিডনিতেও সমস্যা রয়েছে। ফলে শরীরে যাই হোক, তখন এগুলো জেগে ওঠে। হাসপাতালে ভর্তি হয়ে আমি ওষুধ খেয়ে তো অচেতন অবস্থা।
হঠাৎ আম্মু ডেকে উঠিয়ে বলল, পরী এসেছে। উঠে দেখি পরী হুইল চেয়ারে। সঙ্গে রাজ্য-চয়নিকা বউদি, নাচের দুটো ছেলেসহ বেশ কয়েকজন আমার কেবিনে। পরী বললো, ওর জ্বর এসেছে। তাই চলে এসেছে। এরপর কাশতে কাশতে গল্প করলাম, সেটাই শেষ। সেদিন রাতে ক্যানুলা হাতে তাদের দুই হাতের ছবি ফেসবুকে পোস্ট না করলে তাকে ‘মার খাওয়া’র গল্পটা শুনতে হতো না। এটা পরীমণি ঠিক করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।