বিনোদন ডেস্ক : বলিউডের নামকরা মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। গ্ল্যামারকে পুঁজি করে বলিউডে টিকে থাকলেও ক্যারিয়ারে কোনও সফল ছবি নেই, নতুন কোনও সিনেমায়ও সেভাবে ডাক পাচ্ছেন না। তবে ফ্যাশন জগতে তার আলাদা সুনাম রয়েছে।
সম্প্রতি তিনি দাবি করেছেন যে, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে অভিনয় করছেন তিনি। একটি চিত্রনাট্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি খবরটি প্রকাশ করেন। সঙ্গে বলেন, ‘বলিউড ব্যর্থ হয়েছে পারভীন ববি, কিন্তু আমি আপনাকে গর্বিত করবো।’ কিন্তু উর্বশীর দেয়া এই তথ্য মিথ্যা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কয়েকদিন আগে ৭৬তম কান উৎসবে গিয়েও ছবিটির কথা বলেছিলেন তিনি।
বিষয়টি নিয়ে তদন্ত করে হিন্দুস্তান টাইমস জানায়, ‘এটি খুব স্পষ্ট যে তিনি মিথ্যা বলছেন এবং এটি ভুয়া খবর। এরকম কোনো প্রজেক্ট হচ্ছে না। ট্রেড সার্কিটেও এধরনের কোনো প্রজেক্ট নিয়ে কথাবার্তা হয়নি। নির্মাতা ছাড়া কোনো ফটোকল লঞ্চও অসম্ভব। শুধু উর্বশীই ছিলেন। কোনো প্রযোজক, নির্মাতা, লেখক ছিলেন না…তাহলে ফটোকল লঞ্চ কীভাবে? তার দাবি কতটুকু সত্য তা বোঝাই যাচ্ছে। তিনি নির্মাতাদের নামও বলেননি। তিনি বলতে পারতেন যে তিনি এরকম সিনেমা করতে চান কিংবা করার কথা ভাবছেন। কিন্তু কোনো টিমের নাম ছাড়া এরকম দাবি করা একেবারেই উচিত হয়নি’
আরেকটি সূত্র জানিয়েছে, ‘এ ধরণের ঘোষণা শুধুমাত্র প্রযোজক কিংবা নির্মাতার তরফ থেকেই আসতে পারে। উর্বশীর এরকম দাবি কেবলই লাইমলাইটে আসার জন্য।’
এর আগেও উর্বশী এমন ঘটনা ঘটিয়েছিলেন। জানিয়েছিলেন রিশাব শেঠির ‘কানতারা টু’-তে থাকবেন তিনি। পরে প্রোডাকশনের কাছের এক সূত্র জানিয়েছেন, উর্বশীর এই দাবি মিথ্যা। সূত্র: বলিউড হাঙ্গামা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।