বিনোদন ডেস্ক : সম্প্রতি ডেঙ্গুতে মারা গেছেন সম্ভাবনাময়ী তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।
বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) সকাল ৮টায় বাড়িতে তার মৃত্যু হয়। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু মোহম্মদ হৃদয়।
হৃদয় জানান, প্রথমদিকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন নিশাত। তবে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থবোধ করলে আবারও নিশাতকে বাসায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: নতুন রূপে ফেরা হলো না সালমান শাহর!
প্রথমদিক থেকেই নিশাত জ্বরকে তেমন গুরুত্ব দিচ্ছিলেন না বলেও জানান বন্ধু হৃদয়। অভিনেত্রী নাকি ভেবেছিলেন, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।
ডেঙ্গু জ্বরে নিশাতের প্লাটিলেট কমতে শুরু করে। যদিও মৃত্যুর আগে তা আবার বাড়তে শুরু করেছিল। ডেঙ্গু জ্বরে আক্রান্তের আগে নিশাত এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। হঠাৎই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বাকি পরীক্ষা আর দিতে পারেননি তিনি।
এ নিয়ে বেশ মন খারাপ ছিল নিশাতের। ফেসবুকে তাই প্রায়ই পোস্ট করছিলেন মন খারাপের স্ট্যাটাস। মৃত্যুর মাত্র ৪ দিন আগে ভক্তদের সঙ্গে শেষ ইচ্ছাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: মধ্যরাতে এ কেমন ফেসবুক পোস্ট আফজালের!
নিশাত তার ফেসবুকে জানিয়েছিলেন, পরের জন্মে শালিক হওয়ার ইচ্ছা। এত অল্প বয়সে অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি দেয়াটা ভক্ত আর শুভাকাঙ্খীরা কিছুতেই মেনে নিতে পারেননি।
অভিনেত্রীর অকাল মৃত্যুতে এই মুহূর্তে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাই পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে পরিবার জানায়, অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে মিডিয়ার কারো সঙ্গেই কথা বলতে চান না তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।