বিনোদন ডেস্ক : মৃত্যুর ছয় বছর পর মুক্তি পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান ‘ইনবক্স’। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে ১ ডিসেম্বর গানটির অডিও-ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
জানা গেছে, মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করলেও সেটি প্রকাশের সময় আর পাননি এই গিটার লিজেন্ড। ২০১৮ সালের ১৮ অক্টোবর পাড়ি জমান না ফেরার দেশে। জমে থাকা সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তারই শুরুটা হচ্ছে ‘ইনবক্স’ প্রকাশের মাধ্যমে।
গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।
গানটির ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক। যা মুক্তি পাবে আইয়ুব বাচ্চু নামের ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে।
এলআরবি’র গিটারিস্ট তথা আইয়ুব বাচ্চুর অন্যতম সহযোগী আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো প্রতিমাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত।’
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।
‘জারা জারা’র গানের তালে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী
১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান। মৃত্যুর পর দলটির পথচলাও শেষ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।