বিনোদন ডেস্ক : শুটিংয়ের জন্য এখন কাশ্মিরে কলকাতার অভিনেতা রণজয় বিষ্ণু। সেখানে এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে তার। ট্রেকিং করতে পছন্দ করেন রণজয়। আর ট্রেকিং করতে গিয়েই বেঁধেছে বিপত্তি। অনভিজ্ঞ গাইডের হাতে পরে খুব কাছ থেকে দেখে আসলেন মৃত্যুকে।
লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক‘ঝনক’-এর শুটিংয়ে কাশ্মীরে এসেছিলেন রণজয়। শুটিংয়ের ফাঁকে সুযোগ পেয়ে বেরিয়ে পরেন তিনদিনের ট্রেকিংয়ে। আরশান ও ফাম্বার উপত্যকায় ট্রেকিংয়ে রণজয়ের সঙ্গে ছিলে আরও চারজন। কিন্তু তাদের সঙ্গে থাকা গাইড ছিল অনভিজ্ঞ। প্রথম দুই দিন ভালোই ভালো কাটলেও বিপত্তি বাঁধে তৃতীয় দিনে। খবর আনন্দবাজার অনলাইনের।
স্থানীয় গাইডের নির্দেশ ছিল, ট্রেক করে পৌঁছতে হবে ‘সিন্থন টপ’ পর্যন্ত। সেখান থেকে নিচে নেমে গাড়ি নিয়ে হোটেলে ফেরা। কিন্তু সেখানে পৌঁছে গাইড জানালেন পাহাড়ের খাড়া ঢাল ট্রেক করে নামতে হবে!। তারা কোনো অভিজ্ঞ পর্বতারোহী ছিল না। কিন্তু গাইড তাদের প্রায় ২৪০ ফুট পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে বাধ্য করেন।’
নামার সময় কয়েকবার তাদের পায়ের নিচ থেকে পাথর সরে গেছিল। এতে তারা অনেক ভীত হয়ে পরে। এক সময় তো জ্ঞান হারান রণজয়। তখন আরেকজন তাকে কাঁধে করে নামান এই পাহাড় থেকে। রণজয় বলেন, ‘এত কাছ থেকে মৃত্যুকে দেখিনি।’
সেখান থেকে ফিরে ‘ঝনক’ ধারাবাহিকের শুটিংয়ে যোগ দিয়েছেন রণজয়। আগামী সপ্তাহে কলকাতায় ফেরার কথা রয়েছে রণজয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।