বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। ভেন্টিলেশনে থাকার মধ্যেই বুধবার ( ১৬ নভেম্বর) পরপর দুবার হার্ট অ্যাটাক করেন। এরপরই ফেসবুকে তার জন্য প্রার্থনার বন্যা বয়ে যায়। আর সে প্রার্থনাকেই প্রশ্নবিদ্ধ করেছেন অভিনেতা ঋতিক চক্রবর্তী।
বুধবার (১৬ নভেম্বর) ফেসবুক পোস্টে অভিনেতা ঋতিক লিখেন, ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো।’
এই পোস্টের পরই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অধিকাংশই ভেবেছিলেন ঐন্দ্রিলার কথা বলছেন ঋতিক। বিষয়টি পরিষ্কার করতে আজ বৃহস্পতিবার সকালে আবারও একটি পোস্ট করেন তিনি।
সেখানে তিনি লিখেন, কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো। যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।
আসলে অভিনেতা ঋতিক বলতে চেয়েছিলেন, রোগী বা প্রিয়জনদের সুস্থতা কামনায় আজকাল অনেকেই ফেসবুকে প্রার্থনা করেন। অজস্র ফেসবুক-প্রার্থনায় কি ঈশ্বর সাড়া দেবেন?
এই প্রার্থনা ঈশ্বরের কাছে হওয়াটাও উচিত, যা নেটদুনিয়ার কারণে লোপ পেতে বসেছে বলে মনে হয়েছে ঋতিকের। এই পোস্টের পর সবারই ভুল ভেঙে যায় ঋতিককে নিয়ে। আবার অনেকে মানতেই পারছেন না যে সেই পোস্ট ঐন্দ্রিলার জন্য ছিল না।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।