ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কনডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে।
রোববার (১৯ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে ২০২৪ সালের ১৩ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় দিয়ে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে কনডেম সেলে রাখা যাবে না। হাইকোর্ট আরও নির্দেশ দেন, বর্তমানে যেসব আসামি কনডেম সেলে আছেন, তাদের দুই বছরের মধ্যে ধাপে ধাপে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে।
তবে স্বাস্থ্যগত বা সংক্রামক রোগের কারণে কোনও বন্দিকে নির্জন কক্ষে রাখার প্রয়োজন হলে, তা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শুনানির মাধ্যমে করা যাবে বলেও নির্দেশ দেন আদালত।
রায়ের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ মে চেম্বার আদালত ওই আদেশ ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এ রিটটি দায়ের করেন আইনজীবী শিশির মনির, চট্টগ্রাম কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারের শাহ আলমের পক্ষে। তাদের তিনজনেরই আপিল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।