মিঠুন ছাড়াও যেসব তারকাদের সঙ্গে রাত কাটিয়েছিলেন শ্রীদেবী

শ্রীদেবী ও মিঠুন

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবী। গোটা ৮০ এর দশকে রাজ করেছেন বলিউডে। তার রূপ জৌলুসের সামনে ম্রিয়মাণ হয়ে পড়েন বাকিরা। বলিউডের নায়কদের কাছে তো বটেই, সারা দেশের অগুনতি পুরুষের হৃদয় কেড়ে নিয়েছিলেন তিনি। একইসাথে বলিপাড়ার বহু সুপারস্টারের সাথে নামও জড়ায় তার।

শ্রীদেবী ও মিঠুন

এখন যখন আমরা কথা বলছি শ্রীদেবীকে নিয়ে, তখন তার সাথে আরো একখানা নাম আসা আবশ্যক। তিনি মিঠুন চক্রবর্তী। এই দুজনের নাম নিয়ে বলিউডে সবচেয়ে বেশী চর্চা হয়। কিন্তু মিঠুনের আগে পরে আরো অনেক অভিনেতার সাথে নাম জড়িয়েছে তার।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় শ্রীদেবীর সাথে কমল হাসানের নাম জড়ায়। শোনা যায় শ্রীদেবীর মায়ের অগোচরে নাকি অভিনেত্রী কমল হাসানের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। মাঝেমধ্যেই শ্যুটিং সেট থেকে উধাও হয়ে যেতেন দুজনে। কিন্তু শ্রীদেবীর মা এই সম্পর্কের ব্যাপারে জানতে পারার পর সেখানেই শেষ হয়ে যায় দুজনের অগোচরে রচনা করা প্রেমের অ্যাখান।

তারপরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এদিকে ততদিনে মিঠুন বিবাহিত। যোগিতা বালির সঙ্গে সংসার ধর্ম পালন করছেন তিনি। কিন্তু অভিনয় করতে করতে মিঠুনের প্রেমে পড়ে যান শ্রীদেবী। এমনকি তারা নাকি বিয়েও করেছিলেন! দুজনেই এই নিয়ে অস্বীকার করলেই তাদের রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট ফাঁস হয়ে যায় পরে।

শ্রীদেবী মিঠুনের মধ্যে বিচ্ছেদ হলে আসরে নামেন জিতেন্দ্র। কানাঘুষোয় শোনা যায়, একবার শুটিং-এ গিয়ে তারা হোটেলের একই ঘরে রাত কাটিয়েছিলেন। যদিও তারা দুজনেই সেই সম্পর্ক প্রত্যাখ্যান করেন। সেই নিয়েও অনেক জলঘোলা হয়।

ইন্ডিয়ান আইডল বিজয়ী ঋষি সিং

শেষমেষ আসেন বনি কাপুর। তিনিও বিবাহিত ছিলেন। কিন্তু শ্রীদেবীকে বিয়ে করার জন্য ডিভোর্স দেন প্রথম স্ত্রীকে। এরপর দুজনে বিয়ে করেন। বনি কাপুরের সাথে দুই সন্তানও হয় তার।