জুমবাংলা ডেস্ক : মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনে সক্রিয় পাইং ফিও মিন নামে একজন জনপ্রিয় ছাত্রনেতাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বুধবার দিবাগত রাতে মিয়ানমারের বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইয়াঙ্গুনের জান্তাবিরোধী জোট নামে একটি ছাত্র জোটের নেতা তিনি।
তবে ইয়াঙ্গুনের জান্তা কর্তৃপক্ষ তার গ্রেফতার বিষয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত কিছু জানায়নি।
দীর্ঘদিন ধরে পাইং মিনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল জান্তা বাহিনী। কারণ, তিনি ছাত্র ইউনিয়নের সাবেক একজন সদস্য এবং ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বিক্ষোভের একজন অন্যতম নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।