কুষ্টিয়ার কুমারখালীতে শিল্পপতি আলাউদ্দিন আহমেদের বাড়ি থেকে চুরি হয়েছে বিশ্বের দামি জাতের একটি আমগাছ। ‘মিয়াজাকি’ বা ‘সূর্যডিম’ নামের ওই আমগাছটির বাজারমূল্য লাখ টাকার বেশি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত শিল্পপতি আলাউদ্দিন আহমেদের বাড়ি ‘প্যারেন্ট লজ’-এর দক্ষিণ পাশে প্লাস্টিকের ড্রামে আমগাছটি লাগানো ছিল। গতবছরের ১ সেপ্টেম্বর তারিখে তার স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে জাপান থেকে গাছটি এনে উপহার দিয়েছিলেন তিনি। গত কয়েক দিন আগে গাছটি ড্রামসহ উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার দুপুরে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক সাইফুর রহমান কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন।
শিল্পপতি আলাউদ্দিন আহমেদের বাড়ি ‘প্যারেন্ট লজ’ চারদিক ঘেরা উঁচু প্রাচীর, সিসিটিভি ক্যামেরা ও ২৪ ঘণ্টা পাহারায় সুরক্ষিত। তবে কড়া নিরাপত্তার মধ্যেও এভাবে মূল্যবান গাছ উধাও হওয়ায় বাড়ির লোকজন অবাক হয়েছেন।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ বলেন, ‘গতবছর জন্মদিনে স্যার জাপান থেকে ম্যাডামের জন্য মিয়াজাকি আমগাছটি এনেছিলেন। গাছটির দাম লক্ষাধিক টাকা। সবুজায়নের লক্ষ্যে এখানে দুই হাজারের বেশি গাছ লাগানো হলেও সবচেয়ে মূল্যবান ছিল এই গাছটি। হঠাৎ এটি হারিয়ে গেছে।’
বলিউডের ছবিতে সিডনি সুইনিকে প্রস্তাব, পারিশ্রমিক ৬৫০ কোটি টাকা!
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘মূল্যবান আমগাছ হারানোর বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি গাছ হারানোর অভিযোগ এই এলাকায় সম্ভবত প্রথম। গাছটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।