আনসার সদস্যদের সতর্ক করলেন মিজানুর রহমান আজহারী

Mizanur

জুমবাংলা ডেস্ক : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে। সেখানকার বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ। ঠিক সে সময়ই চাকরি জাতীয়করণসহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছে আনসার সদস্যরা। রোববার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী।

Mizanur

রোববার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরও সচিবালয়ের সামনে অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে।

পরে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্র-জনতা সেখানে উপস্থিত হয়ে আনসার সদস্যদের সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এরপরই ফেসবুকে আনসার সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন মিজানুর রহমান আজহারী।

পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে, সেটা কিভাবে রুখে দিতে হয়; সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে। তাই, সংঘর্ষে না জড়িয়ে, দায়িত্বশীল আচরণ করুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন।’