জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের অমর একুশে বইমেলায় লেখক মোয়াজ্জেম হোসেন রচিত গবেষণা গ্রন্থ “সাতকানিয়া-লোহাগাড়া মনীষা” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শৈলী প্রকাশনীর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি ২০২৩ইং বুধবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম আউটার স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক সাংবাদিক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রাশেদ রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ড. সানাউল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক ও শিল্প শৈলী সম্পাদক নেছার আহমদ, সাতকানিয়া-লোহাগাড়া মনীষা গ্রন্থের লেখক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও কবি কাসেম আলী রানা, গল্পকার ও শিশু সাহিত্যিক রুণা তাসমিনা, গল্পকার লিপি বড়ুয়া, গল্পকার সুমি দাস, গীতিকার ও কবি জসীম উদ্দিন খান, গল্পকার ইফতেখার মারুফ, গল্পকার পিংকু দাস, শিশু সাহিত্যিক ইসমাইল জসিম, কবি মুকুল চৌধুরী, তব হেলাল চৌধুরী, ব্যবসায়ী ও সংগঠক শাহাদাত হোসেন, ইমকো প্রপার্টিজ এর ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সংগঠক মামুন জোয়ার্দার, কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ জোনাইদ, আমিন কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী নুরুল আমিন, কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ ইলিয়াস, কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল, ব্যবসায়ী আজিজুল হক, ব্যবসায়ী তারেক শাহ, ব্যবসায়ী এম এ এ ওমর ফারুক সিকদার সুজন, নারী নেতৃ তারান্নুম আয়েশা। এছাড়াও উক্ত মোড়ক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখকের পরিবারের সদস্যবৃন্দ ও সাহিত্য সেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভালো বই মানুষের ভালো বন্ধু, খ্যাতিমান ব্যক্তিদের জীবনী পাঠ করে, স্মরণীয় ও বরণীয় ব্যক্তিদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে তাদের জীবনী পড়তে হবে। গুণীজনদের কদর করলেই তবে গুণীজন সৃষ্টি হয়। তাই আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, জীবনে প্রচুর বই পড়তে হবে। ‘সাতকানিয়া- লোহাগাড়া মনীষা’ গ্রন্থটি রচনায় লেখক দীর্ঘ সময় ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার প্রয়াত ১০০ কৃতী ব্যক্তির তথ্য উপাত্ত সংগ্রহ করে এই বই পাঠকের জন্য উপহার দেন তার জন্য বক্তাগণ তাকে ধন্যবাদ জানান। নিজেদের মেধা ও মননের বিকাশের ভালো বই পড়ার পরামর্শ দেন। বই পড়া যেন আমাদের অভ্যাসে পরিণত হউক।
‘সাতকানিয়া লোহাগাড়া মনীষা’ গ্রন্থটি অমর একুশে বইমেলা শৈলী প্রকাশনার ঢাকা ১৮৭ নং স্টল ও চট্টগ্রামে ৪৯,৫০ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে অর্ডার করার সুযোগ থাকছে Xpress Mart থেকে।
সাতকানিয়া-লোহাগাড়া মনীষা গ্রন্থের সূচিপত্র :
মুখবন্ধ- অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন
অভিমত- আহমুদুল ইসলাম চৌধুরী
প্রাককথন
এক নজরে সাতকানিয়া
এক নজরে লোহাগাড়া
সূচি:
১। অজিউল্লাহ (রহ.) – জগদ্বিখ্যাত হাফেজে কোরআন ও ক্বারি
২। অনাগারিক মুনিন্দ্রজী – বৌদ্ধ ধর্ম গুরু ও ধর্ম প্রচারক
৩। আজিজুল হক চৌধুরী – শিল্পপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান, সিটি ব্যাংক i ৪। আতাউল্লাহ হোসাইনী (রহ.)- আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক ৫। আনওয়ারুল হক খতিবী (রহ.)-খ্যাতিমান শিক্ষাবিদ ও ইসলামী গবেষক
৬। আনোয়ারুল হক কাদেরী – শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ
৭। আফজল আলী – বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি
৮। আবদুর রশীদ হামেদি ছিদ্দিকী (রহ.) – ছোট হুজুর, গারাঙ্গিয়া দরবার
৯। আবদুল জব্বার (রহ.)- পীর সাহেব, বায়তুশ শরফ ও সমাজ সংস্কারক
১০। আবদুল জলিল শেঠ- সমাজসেবক ও শিক্ষানুরাগী
১১। আবদুল মজিদ (রহ.) – বড় হুজুর, গারাঙ্গিয়া দরবার ও সমাজ সংস্কারক
১২। আবদুল হাই (রহ.)- পীর সাহেব, খুটাখালী ও সমাজ সংস্কারক
১৩। আবদুল হাই জাহাঁগীর (রহ.)- পীর সাহেব- মির্জাখিল দরবার
১৪। আবদুল হাকিম খান ছিদ্দিকী- প্রতিষ্ঠাতা-চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা।
১৫। আবদুস সাত্তার মুন্সি- সমাজসেবক ও শিক্ষানুরাগী
১৬। আবু সুফিয়ান – সাবেক অধ্যক্ষ ও সদস্য-ডক্টর খুদরত-এ-খুদা শিক্ষা কমিশন।
১৭। আবুল খায়ের শাহ (রহ.) – আলেমে দ্বীন ও আধ্যাত্মিক সাধক
১৮। আবুল ফজল- সাহিত্যিক ও প্রাক্তন ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৯। আবুল বারাকাত মুহাম্মদ ফজুলুল্লাহ (রহ.)- ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক
২০। আবুল হাসানাত (রহ.)-প্রতিষ্ঠাতা,পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ মাদ্রাসা।
২১। আবুল হাসনাত আবদুল হাই ছিদ্দিকী- প্রখ্যাত আলেম
২২। আমিন উল্লাহ – খ্যাতিমান মুহাদ্দিস ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা।
২৩। আমিন চৌধুরী- মুফতি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ
২৪। আশরাফ আলী চৌধুরী – প্রতিষ্ঠাতা- দ. সা. গোলামবারী উচ্চ বিদ্যালয়
২৫। আস্কর আলী পণ্ডিত- আঠার শতকের লোককবি
২৬। আহমদ কবির চৌধুরী- সাবেক এমএলএ ও জমিদার
২৭। আহমদ কবির- মুফতি, বিশিষ্ট আলেমে দ্বীন ও গর্বিত পিতা
২৮। আহমদুর রহমান- পীর সাহেব চূড়ামণি ও সমাজ সংস্কারক
২৯। ইছমাঈল হিলালি- বিজ্ঞ হাকিম, সাহিত্যিক ও প্রাবন্ধিক
৩০। ইব্রাহিম বিন খলিল-সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা
৩১। ইসমাইল আল কাদেরি (রহ.) – আধ্যাত্মিক সাধক
৩২। ইসলাম খাঁন- সমাজসেবক ও প্রতিষ্ঠাতা -খান ফাউন্ডেশন
৩৩। এএসএম আব্দুল গণী- প্রখ্যাত আলেম ও প্রবীণ শিক্ষাবিদ
৩৪। এম ওবাইদুল হক- ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক
৩৫। এম ছিদ্দিক-সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ
৩৬। কামালউদ্দিন খান-সাহিত্যিক ও কবি সুফিয়া কামাল পতি
৩৭। কামিনীকুমার ঘোষ, রায়সাহেব- বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ
৩৮। খাদিম আলী চৌধুরী – জমিদার ও শিক্ষানুরাগী
৩৯। গোলাম কাদের চৌধুরী – ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা
৪০। গৌরী শংকর পাল- প্রতিষ্ঠাতা- আধুনগর হাই স্কুল
৪১। চেমন আরা- খ্যাতনামা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
৪২। চৌধুরী জহুরুল হক- শিক্ষাবিদ ও সাহিত্যিক
৪৩। ছিদ্দিক আহমদ আজাদ- খ্যাতনামা আলেমে দ্বীন ও ওয়ায়েজ
৪৪। ছিদ্দিক আহমদ চৌধুরী- সমাজসেবী ও শিক্ষানুরাগী
৪৫। ছৈয়দ ছোলতান আহমদ- ব্রিটিশ বিরোধী আন্দোলন ও শিক্ষক নেতা
৪৬। জাফর আহমদ চৌধুরী- প্রাক্তন চেয়ারম্যান ইউসিবি লি.
৪৭। ধীরেন্দ্র লাল দাশ – জমিদার ও শিক্ষানুরাগী
৪৮। নওয়াজিশ খান- মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি
৪৯। নজির আহমদ (রহ.)- প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক
৫০। নাজমুল হক- মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার
৫১। নাসিরুদ্দীন খান ছিদ্দিকী, খান বাহাদুর ও প্রাক্তন ডেপুটি কালেক্টর
৫২। নুর আহমদ চৌধুরী- শিক্ষাবিদ ও সমাজসেবক
৫৩। নুরুল হক মজীদী- সমাজসেবক ও প্রতিষ্ঠাতা-সোনাকানিয়া মজিদিয়া মাদ্রাসা
৫৪। নূরুল হোছাইন চৌধুরী- আইনজীবী ও সমাজসেবী
৫৫। ফরিদুল আলম চৌধুরী- ইয়াছিন মক্ষীর বংশধর ও জমিদার
৫৬। বারিন্দ্র লাল দে- বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক
৫৭। বি এম ফয়েজুর রহমান- প্রাক্তন সংসদ সদস্য ও রাজনীতিবিদ
৫৮। বুলবুল চৌধুরী- খ্যাতনামা নৃত্যশিল্পী
৫৯। মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন- প্রধানমন্ত্রীর সামরিক সচিব (অব.)
৬০। মিহির নন্দী- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা
৬১। মীর গোলাম মোস্তফা- আলেমে দ্বীন ও জমানার শ্রেষ্ঠ ফকীহ
৬২। মুঈনুদ্দীন আহমদ খান- শিক্ষাবিদ ও খ্যাতনামা ইতিহাসবিদ
৬৩। মুমিনুল হক চৌধুরী- রাজনীতিবিদ ও সমাজসেবক
৬৪। মুসলিম খাঁন- ইসলামী চিন্তাবিদ ও সমাজ হিতৈষী
৬৫। মুহাম্মদ আবদুর রশীদ (রহ.)- খ্যাতনামা আলেমে দ্বীন
৬৬। মুহাম্মদ আমিন- খ্যাতনামা মুহাদ্দিস, স্বভাব কবি ও আধ্যাত্মিক সাধক।
৬৭। মুহাম্মদ আহছান উল্লাহ-ইসলাম প্রচারক ও আধ্যাত্মিক সাধক
৬৮। মুহাম্মদ কামাল উদ্দিন- খ্যাতিমান আলেমে দ্বীন
৬৯। মুহাম্মদ হাবিবুল্লাহ (রহ.) – প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ
৭০। মুহাম্মদুর রহমান- ফখরুল মুহাদ্দেছিন ও সাবেক এমএলএ
৭১। মোক্তার আহমেদ চৌধুরী- প্রবীণ আইনজীবী ও একজন গুণী পিতা
৭২। মোজাফফর আহমেদ চৌধুরী- প্রবীণ আইনজীবী
৭৩। মোজাহারুল হক- খ্যাতনামা চিকিৎসক ও সমাজ হিতৈষী
৭৪। মোস্তাক আহমদ চৌধুরী- সাবেক সংসদ সদস্য ও সমাজ হিতৈষী
৭৫। মোস্তাফিজুর রহমান- প্রতিষ্ঠাতা- মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
৭৬। মোহাম্মদ আবুল ফয়েজ- খ্যাতনামা চিকিৎসক ও সমাজ হিতৈষী
৭৭। মোহাম্মদ ইউসুফ প্রকাশ শাহপীর (রহ.)- আধ্যাত্মিক সাধক
৭৮। মোহাম্মদ কুতুব উদ্দিন (রহ.)- পীর সাহেব, বায়তুশ শরফ ও সমাজ সংস্কারক
৭৯। মোহাম্মদ কেফায়েত উল্লাহ্- সমাজসেবক ও শিক্ষানুরাগী
৮০। মোহাম্মদ নুরুল ইসলাম- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: ফ্লোরা লিমিটেড ও শিক্ষানুরাগী
৮১। রামমোহন গুপ্ত- পদুয়া গুপ্ত এস্টেটের জমিদার ও সমাজ সেবক
৮২। লোকমান ফারুকী- আধ্যাত্মিক সাধক ও প্রতিষ্ঠাতা- দারুল ইহসান ই. সেন্টার।
৮৩। শফিক আহমদ – খ্যাতিমান আলেমে দ্বীন ও ওয়ায়েজ
৮৪। শফিকুল ইসলাম- চিত্র শিল্পী ও বিশিষ্ট শিক্ষাবিদ
৮৫। শব্বির আহমদ- বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী গবেষক
৮৬। শান্তিপদ ঘোষ- প্রবীণ আইনজীবী ও শিক্ষানুরাগী
৮৭। শাহ শরফুদ্দিন (রহ.)- আধ্যাত্মিক সাধক ও ধর্ম প্রচারক
৮৮। শাহে আলম খান – শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা জনকল্যাণ হাই স্কুল
৮৯। সিরাজুল ইসলাম চৌধুরী- সাবেক সংসদ সদস্য ও সমাজ সেবক
৯০। সিরাজুল ইসলাম- প্রতিষ্ঠাতা-বড়হাতিয়া আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা
৯১। সুখেন্দু বিকাশ দাশ- চিকিৎসক ও সমাজ সেবক
৯২। সৈয়দ আবু মুছা কলিমুল্লাহ (রহ.) – আধ্যাত্মিক সাধক ও ধর্ম প্রচারক
৯৩। সৈয়দ মুফাজ্জালুর রহমান (রহ.)-আধ্যাত্মিক সাধক ও সাহিত্যিক
৯৪। সৈয়দ মুহাম্মদ ইছলাম শাহ – পীর সাহেব ধর্মপুর দরবার
৯৫। সৈয়দ মোস্তফা জামাল- ভাষাসৈনিক ও প্রবীণ সাংবাদিক
৯৬। সৈয়্যেদ ফতেহ আলী ওয়াইসী (রহ) – আধ্যাত্মিক সাধক ও কবি
৯৭। সোলতান আহমদ- মুফতি, আলেমে দ্বীন ও শিক্ষানুরাগী
৯৮। হাফেজ আহমদ (রহ.) -চুনতি শাহ সাহেব ও সমাজ সংস্কারক
৯৯। হেদায়েত আলী দারোগা-ব্রিটিশ আমলের পুলিশ কর্মকর্তা ও সমাজ হিতৈষী
১০০। হেলাল হুমায়ুন-সাংবাদিক ও প্রতিষ্ঠাতা, আল হেলাল ডিগ্রি কলেজ।
সহায়ক গ্রন্থপঞ্জী
সহায়ক পত্রিকা ও সাময়িকী
কৃতজ্ঞতা
লেখক পরিচিতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।