বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাইবার টেকনোলজি সংস্থা ‘বিটডিফেন্ডার’ ৩৫ টি অ্যাপের একটি তালিকা দিয়েছে। যেগুলিতে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। বিপজ্জনক মোবাইল অ্যাপের ফের নতুন তালিকা পাওয়া গেল। প্লেস্টোরে বিপজ্জনক ভাইরাস ম্যালওয়্যার সংক্রমিত বেশ কিছু অ্যাপের হদিস পাওয়া গিয়েছে। সাইবার টেকনোলজি সংস্থা ‘বিটডিফেন্ডার’-এর মতে, মোট ৩৫টি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।
প্লেস্টোর থেকে ডাউনলোড করার সময় ওই অ্যাপগুলিতে একটি নকল আইকন দেওয়া থাকে। ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। ডাউনলোড করার বেশ কয়েক দিন পর থেকে সমস্যা দেখা দিতে শুরু করে। অ্যাপগুলির মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য স্ক্যামারদের হাতে চলে যায়।
গত ডিসেম্বরে এ রকম কিছু ক্ষতিকারক অ্যাপকে গুগল্ তাঁদের প্লেস্টোর থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারি মাসেও তাঁরা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছিল। এ বারে গুগল্ প্লেস্টোর থেকে মুছে ফেলল ক্ষতিকারক ৩৫টি অ্যাপ। এই অ্যাপগুলির মধ্যে কোনওটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮। নীচে উল্লেখ করা কোনও অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তবে সেটিকে এখনই ডিলিট করে ফেলুন।
১) ওয়ালস লাইট
২) বিগ ইমোজি
৩) গ্রেড ওয়ালপেপার্স
৪) স্টক ওয়ালপেপার্স
৫) এফেক্টম্যানিয়া
৬) আর্ট ফিল্টার
৭) ফাস্ট ইমোজি কিবোর্ড
৮) ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ
৯) ম্যাথ সলভার
১০) ফোটোপিক্স এফেক্টস
১১) লিড থিম
১২) কিবোর্ড
১৩) স্মার্ট ওয়াইফাই
১৪) মাই জিপিএস লোকেশন
১৫) ইমেজ র্যাপ ক্যামেরা
১৬) আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি
১৭) ক্যাট সিমুলেটর
১৮) স্মার্ট কিউ-আর ক্রিয়েটর
১৯) কোলোরাইজ ওল্ড ফোটো
২০) জিপিএস লোকেশন ফাউন্ডার
২১) গার্লস আর্ট ওয়ালপেপার
২২) স্মার্ট কিউ-আর স্ক্যানার
২৩) জিপিএস লোকেশন ম্যাপস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।