বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে স্মার্টফোনগুলিতে এসেছে অনেক পরিবর্তন। অতীতে স্মার্টফোনগুলি অপসারণযোগ্য অর্থাৎ রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হতো। প্রয়োজনে আমরা সহজেই ব্যাটারি পরিবর্তন করে নিতে পারতাম। কিন্তু বর্তমানে তা হয় না। তবে মোবাইল কোম্পানিগুলি কেন এমন পরিবর্তন করল জানেন?
আগেকার স্মার্টফোনগুলিতে অপসারণযোগ্য ব্যাটারি ব্যবহার করা হতো। তবে কিছুদিন পরেই এর সংযোগগুলি শিথিল হয়ে যেত। এরফলে ব্যবহারকারীরা সমস্যায় পড়তেন। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলি নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা শুরু করে, যাতে সংযোগগুলি দৃঢ় ও মজবুত হয়। এর ফলে ব্যাটারির আয়ুও বেড়ে যায়।
আজকাল বেশিরভাগ মোবাইল কোম্পানিগুলি স্মার্টফোনকে ওয়াটার প্রুফ করতে চায়। এমন অবস্থায় ফোনে যদি অপসারণযোগ্য ব্যাটারি থাকে তাহলে জলবিরোধী করা যাবেনা। সুতরাং নন-রিমুভেবল ব্যাটারি হবার কারণে ফোনটি খুব ভালোভাবে প্যাকিং করা যায় ও ওয়াটারপ্রুফ করা হয়।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অতীতে স্মার্টফোনগুলি অনেকটাই মোটা ছিল। কিন্তু এখন স্মার্টফোন ব্যবহারকারীরা স্লিম ফোন পছন্দ করেন। এই কারণেই মোবাইল কোম্পানিগুলি নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা শুরু করেছে, যাতে মোবাইলগুলি দেখতে অনেকটা পাতলা মনে হয়।
এছাড়াও বলা হয়েছে, স্মার্টফোনে যদি অপসারণযোগ্য ব্যাটারি থাকে তাহলে ফোনটি কোথাও পড়ে গেলে এর ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। এমনকি ফোনটিরও ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই কোম্পানিগুলি এসব কথা মাথায় রেখেই নন-রিমুভেবল ব্যাটারির ব্যবহার শুরু করে যাতে এর সংযোগ খুব শক্তিশালী হয় এবং ফোনটি পড়ে গেলেও ব্যাটারি বের হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।