বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইলের পাওয়ার বাটন প্রায় সময় কাজ না করতে পারে। দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবহার করতে করতে পাওয়ার বাটনের সক্ষমতা কমে যায়। পাওয়ার বাটন হটাৎ করে কাজ না করলে কী’ করবেন সেটা আজ আলোচনা করা হবে।
পাওয়ার বাটন কাজ না যেভাবে মোবাইল বন্ধ করবেনসবথেকে সহ’জ হবে কুইক সেটিং প্যানেল খুজে বের করা যেখানে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি অ’পশন রয়েছে। সেখানে নিচের অংশে রিস্টার্ট বাটন পাবেন। ট্যাপ করুন। আশা করি সমাধান হয়ে যাবে।
পরের কৌশলটি হচ্ছে স্মা’র্টফোনের সাথে বিদ্যুৎ কানেকশন দেওয়া। পাওয়ার পেলে একটু পর মোবাইল নিজে থেকেই চালু হয়ে যায়। তবে এ পদ্ধতি সবসময় সব ডিভাইসে কাজ করবে না। যদি এরকম হয় হ্যান্ডসেটটি অন আছেই তবে ডিসপ্লে আসছে না তখন এ পদ্ধতি বেশ কার্যকর। আনড্রয়েড ডিবাগ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এ কৌশল প্রায় সময় কাজ করে তবে ডিসপ্লেতে কোড ইনপুট করার সময় ভুল করা যাবে না।
সমস্যাটি আপনার আইফোনে হলে প্রথমে সেটিং এ গিয়ে Accessibility অ’পশনের অধীন Assistive Touch বাটনটি খুজে বের করুন। এ ফিচারটি চালু করুন। এখন তার শর্ট’কাট বাটন থেকে স্মা’র্টফোন রিস্টার্ট করার অ’পশন খুজে পাবেন।
রিস্টার্ট দিন। সমস্যার সমাধান হয়ে যাবে। তবে তার জন্য আইফোনটি আগে থেকেই চালু থাকতে হবে। তা না হলে কাজ করবে না। ফোনটি বন্ধ থাকলে বিদ্যুৎ এর সাথে সংযোগ করুন। একটু পরে নিজে থেকেই চালু হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।